অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নির্বাহি পরিচালকদের (ইডি) দায়িত্ব রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন সাক্ষরিত চিঠির মাধ্যমে ইডিদেরকে দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে। যা রবিবা থেকে কার্যকর হবে।

নির্বাহি পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মো. সাইফুর রহমান, এম. হাসান ইমাম, মো. মাহবুবুল আলম, মোহাম্মদ রেজাউল করিম, মীর মোশাররফ হোসাইন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায়িত্ব রদবদল করা হয়েছে। এছাড়া ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নির্বাহি পরিচালকদের (ইডি) দায়িত্ব রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন সাক্ষরিত চিঠির মাধ্যমে ইডিদেরকে দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে। যা রবিবার থেকে কার্যকর হবে।

নির্বাহি পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মো. সাইফুর রহমান, এম. হাসান ইমাম, মো. মাহবুবুল আলম, মোহাম্মদ রেজাউল করিম, মীর মোশাররফ হোসাইন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায়িত্ব রদবদল করা হয়েছে। এছাড়া কামরুল আনাম খানের আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। আর রেজাউল করিমের থেকে মূখপাত্রের দায়িত্ব সরিয়ে নেওয়া হলেও সেটা কাউকে দেওয়া হয়নি।

দেখে নিন রদবদলে কে কোন বিভাগের দায়িত্ব পেল-