সিএসইতে ৭জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯২১তম নিয়মিত কমিশন সভায় এই নিয়োগ দেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী কমিশন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর পরিচালনা পর্ষদে নিম্নোক্ত স্বতন্ত্র পরিচালক ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯২১তম নিয়মিত কমিশন সভায় এই নিয়োগ দেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী কমিশন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর পরিচালনা পর্ষদে নিম্নোক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
১. আলমগীর মোর্শেদ, ইডি ও সিইও, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড(IDCOL)
২. প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, আইআইসিটি বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
৩. এ কে এম হাবিবুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস্ লিমিটেড
৪. ড. মাহমুদ হাসান, চেয়ার, মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি
৫. এম জুলফিকার হোসেন, সিইও এন্ড লিড কনসালটেন্ট, গ্রো এন এক্সেল
৬. নাজনীন সুলতানা, এফসিএ, ফিন্যান্স ডিরেক্টর, এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন (AUW)
৭. ফরিদা ইয়াসমিন, উপ-সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়