ঠকাতে গিয়ে বড় শাস্তির কবলে রেনাটা
শেয়ারহোল্ডারদের দেবে ১০৬ কোটি টাকা : কোম্পানিতে রাখবে ২৫৬ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।
রেনেটার ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৩১.৫৩ টাকা হিসেবে ৩৬১ কোটি ৬৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৯২% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৯.২০ টাকা করে মোট ১০৫ কোটি ৫২ লাখ টাকা বা মুনাফার ২৯.১৮% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ২৫৬ কোটি ১২ লাখ টাকা বা ৭০.৮২% কোম্পানিতেই রেখে দেওয়া হবে।
মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ২৫৬ কোটি ১২ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২৫ কোটি ৬১ লাখ টাকার কর দিতে হবে রেনাটাকে।
আরও পড়ুন...
বড় শাস্তির মুখে কনফিডেন্স সিমেন্ট
মুনাফার ৬৯ শতাংশই কোম্পানিতে রেখে দেবে ইউনিক হোটেল
এ ওষুধ কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ৫৫% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ২০.৪০ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ৩১.৫৩ টাকা। যাতে আগের বছরের ৬২.৫০ শতাংশ লভ্যাংশকে ২০২৩-২৪ অর্থবছরে বাড়িয়ে ৯২ শতাংশ ঘোষণা করা হয়েছে।
আগের অর্থবছরে এ কোম্পানিটির শেয়ারপ্রতি ২০.৪০ টাকা করে ২৩৩ কোটি ৯২ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছর ৬২.৫০% হারে শেয়ারপ্রতি ৬.২৫ টাকা করে মোট ৭১ কোটি ৬৯ লাখ টাকার লভ্যাংশ দেয়। যা ছিল নিট মুনাফার ৩০.৬৫%।
উল্লেখ্য, ১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রেনাটারে পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৪ কোটি ৭০ লাখ টাকা। এ কোম্পানিটির ২৯ সেপ্টেম্বর শেয়ার দর দাঁড়িয়েছে ৭২৩.২০ টাকায়।