অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কারের রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার ধারাবাহিকতায় সোমবার (৩০ অক্টোবর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জসহ ৭ স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছে বিএসইসি।

সোমবরা শেয়ারবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএসইসি’র সঙ্গে ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কারের রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার ধারাবাহিকতায় সোমবার (৩০ অক্টোবর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জসহ ৭ স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছে বিএসইসি।

সোমবরা শেয়ারবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএসইসি’র সঙ্গে ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) শীর্ষ নির্বাহীদের মতবিনিময় সভা হবে।