অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (২২ অক্টোবর) ২য় দিনের মতো উত্থান হয়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনও বেড়েছে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৫ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (২২ অক্টোবর) ২য় দিনের মতো উত্থান হয়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনও বেড়েছে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৫ লাখ বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০৬ টি বা ৭৭.৪৭ শতাংশের। আর দর কমেছে ৫৫ টি বা ১৩.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৭ টির, কমেছে ৪৬ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬২৩ পয়েন্টে।