অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৯৭৫ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যে কোম্পানিটির প্রথমবারের মতো ওই অর্থবছরে ২ হাজার কোটি টাকার মুনাফার মাইলফলক স্পর্শ করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, স্কয়ার ফার্মা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১১ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মোট ৯৭৫ কোটি ১০ লাখ টাকার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৯৭৫ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যে কোম্পানিটির প্রথমবারের মতো ২ হাজার কোটি টাকার মুনাফার মাইলফলক স্পর্শ করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, স্কয়ার ফার্মা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১১ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মোট ৯৭৫ কোটি ১০ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এর আগের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০.৫০ টাকা করে মোট ৯৩০ কোটি ৭৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়। আর ২০২১-২২ অর্থবছরে ১০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০ টাকা করে মোট ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়।

আরো পড়ুন....

পুঁজিবাজারের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত-বিএসইসি চেয়ারম্যান

এ কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২৩.৬১ টাকা হিসেবে ২ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৯৭৫ কোটি ১০ লাখ টাকা বা ৪৭% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১ হাজার ১১৭ কোটি ৮১ লাখ টাকা বা ৫৩% রিজার্ভে যোগ হবে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্কয়ার ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৪.৫৪ শতাংশ।