নিঃশ্ব হচ্ছেন বিনিয়োগকারীরা : নির্বিকার বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় বৃহস্পতিবারও (২৪ অক্টোবর) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। যা খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে। এতে করে তার নেতৃত্বাধীন কমিশনের উপর বিনিয়োগকারীদের অনাস্থা চরমে। একইসঙ্গে উঠেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন।
বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১৫ পয়েন্টে। যা বুধবার ৭২ পয়েন্ট কমেছে।
এদিন ডিএসইতে ৩০৬ কোটি ১ লাখ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় বৃহস্পতিবারও (২৪ অক্টোবর) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। যা খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে। এতে করে তার নেতৃত্বাধীন কমিশনের উপর বিনিয়োগকারীদের অনাস্থা চরমে। একইসঙ্গে উঠেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন।
বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১৫ পয়েন্টে। যা বুধবার ৭২ পয়েন্ট কমেছে।
এদিন ডিএসইতে ৩০৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩২১ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৫ কোটি ৯৮ লাখ বা ৫ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩ টি বা ২১.০১ শতাংশের। আর দর কমেছে ২৭২ টি বা ৬৮.৮৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০ টি বা ১০.১৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১৩০ টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩০২ পয়েন্টে।