শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের গত ৩ বছরের ব্যবসায় লোকসান হয়েছে বলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের কাছাকাছি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির গত ৩ অর্থবছরে (২০২০-২১ থেকে ২০২২-২৩) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.১২) টাকা। এ হিসাবে ৩৫ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২৮ কোটি ৬০ লাখ টাকা।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.৬২ টাকা ...

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের গত ৩ বছরের ব্যবসায় লোকসান হয়েছে বলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের কাছাকাছি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির গত ৩ অর্থবছরে (২০২০-২১ থেকে ২০২২-২৩) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.১২) টাকা। এ হিসাবে ৩৫ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২৮ কোটি ৬০ লাখ টাকা।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.৬২ টাকা করে মোট ১২ কোটি ৭৪ লাখ টাকার লোকসান হয়েছিল।

ব্যবসায় এমন একটি দূর্বল কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ে। যা ডিএসইর তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।