রাইমা-রিয়ার বাবা নিহত
বিনোদন ডেস্ক : প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। বয়স হয়েছিল ৮৩ বছর (আনুমানিক)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনন্দবাজার অনলাইনকে এই খবরে জানিয়েছেন ভরত দেববর্মার মেয়ে রাইমা সেন।
রাইমা তার মুনমুন সেনের সঙ্গে দিল্লিতে ছিলেন। বাবার প্রয়াণের খবর পেয়েই মাকে নিয়ে কলকাতার উদ্দেশে তড়িঘড়ি রওনা দিয়েছেন।
১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি ...
বিনোদন ডেস্ক : প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। বয়স হয়েছিল ৮৩ বছর (আনুমানিক)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনন্দবাজার অনলাইনকে এই খবরে জানিয়েছেন ভরত দেববর্মার মেয়ে রাইমা সেন।
রাইমা তার মুনমুন সেনের সঙ্গে দিল্লিতে ছিলেন। বাবার প্রয়াণের খবর পেয়েই মাকে নিয়ে কলকাতার উদ্দেশে তড়িঘড়ি রওনা দিয়েছেন।
১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা।
জানা যায়, মুনমুনের অভিনয়কে কেন্দ্র করে তার সঙ্গে এক বছর কথা বলেননি সুচিত্রা সেন। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য মিটে যায়।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা-কন্যা। তখনও স্বামীর সমর্থন পেয়েছিলেন তিনি। এভাবেই একসঙ্গে ৪৬ বছর কাটিয়ে দিয়েছেন তাঁরা। বিবাহিত জীবনে কখনও কোনও অশান্তির আঁচ পড়তে দেননি তাঁরা।