ইন্টারকন্টিনেন্টাল হোটেলের লোকসান বেড়েছে ৫১ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বিডি সার্ভিসেস) বিভিন্ন সমস্যায় জর্জরিত। যে কোম্পানিটির নিয়মিত লোকসানের কারনে পরিশোধিত মূলধনের প্রায় ৬ গুণ পূঞ্জীভত লোকসান হয়ে গেছে। তারপরেও থেমে নেই লোকসান। তালিকাভুক্ত অন্য পাঁচতারকা (ফাইভ স্টার) হোটেলগুলো মুনাফা করলেও এটি নিয়মিত লোকসান গুণছে।
সরকার নিয়ন্ত্রিত ইন্টারকন্টিনেন্টালের চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই - সেপ্টেম্বর ২০২৪) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৬) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল (২.০৩) টাকা। এতে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বিডি সার্ভিসেস) বিভিন্ন সমস্যায় জর্জরিত। যে কোম্পানিটির নিয়মিত লোকসানের কারনে পরিশোধিত মূলধনের প্রায় ৬ গুণ পূঞ্জীভত লোকসান হয়ে গেছে। তারপরেও থেমে নেই লোকসান। তালিকাভুক্ত অন্য পাঁচতারকা (ফাইভ স্টার) হোটেলগুলো মুনাফা করলেও এটি নিয়মিত লোকসান গুণছে।
সরকার নিয়ন্ত্রিত ইন্টারকন্টিনেন্টালের চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই - সেপ্টেম্বর ২০২৪) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৬) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল (২.০৩) টাকা। এতে করে লোকসান বেড়েছে (১.০৩) টাকা বা ৫১ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫.২০ টাকায় ।
উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। এরমধ্যে ০.৩২ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (সরকার ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। লেনদেন না হওয়া এ কোম্পানিটির মঙ্গলবার (১৯ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৫.২০ টাকায়।