খেলাধূলা ডেস্ক : অফস্টাম্পের বাইরের লাইনে বল। শরীর লক্ষ্য করে শর্ট বল। স্টাম্পের লাইনে আক্রমণ। রবিবার পার্থে বিরাট কোহলিকে থামানোর জন্য সবরকম কৌশলই নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু কোনও রণনীতিই কাজে দেয়নি। অপরাজিত শতরান করে মাঠ ছাড়েন বিরাট।

দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার পেসার জশ হেজ়লউড বলেন, ‘‘আমরা সবভাবে চেষ্টা করেছিলাম বিরাটকে থামানোর। অফস্টাম্পের বাইরে বল করেছি, বাউন্সার দিয়েছি। স্টাম্পে আক্রমণ করেছি। কিন্তু বিরাট সব কিছু সামলে দিয়েছে। ও দারুণ ব্যাট করল।’’ ...

খেলাধূলা ডেস্ক : অফস্টাম্পের বাইরের লাইনে বল। শরীর লক্ষ্য করে শর্ট বল। স্টাম্পের লাইনে আক্রমণ। রবিবার পার্থে বিরাট কোহলিকে থামানোর জন্য সবরকম কৌশলই নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু কোনও রণনীতিই কাজে দেয়নি। অপরাজিত শতরান করে মাঠ ছাড়েন বিরাট।

দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার পেসার জশ হেজ়লউড বলেন, ‘‘আমরা সবভাবে চেষ্টা করেছিলাম বিরাটকে থামানোর। অফস্টাম্পের বাইরে বল করেছি, বাউন্সার দিয়েছি। স্টাম্পে আক্রমণ করেছি। কিন্তু বিরাট সব কিছু সামলে দিয়েছে। ও দারুণ ব্যাট করল।’’ যোগ করেন, ‘‘ভারতীয় ব্যাটসম্যানরা রানের পাহাড় তৈরি করে দিল।’’

হেজ়লউড স্বীকার করছেন, এই টেস্ট বাঁচানোর তাঁদের কাছে প্রায় অসম্ভব। ৫৩৪ রান তাড়া করতে নেমে ১২ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেজ়লউডের মন্তব্য, ‘‘কোনও সন্দেহ নেই ভারত অনেক এগিয়ে আছে এই টেস্টে। এখন যা করার আমাদের ব্যাটসম্যানদের করতে হবে। আমি তো পরের টেস্টের কথা ভাবা শুরু করেছি।’’