আদানির শেয়ারে পতন সত্ত্বেও ভারতের শেয়ারবাজারে ২৩০ পয়েন্ট উত্থান

অর্থ বাণিজ্য ডেস্ক : বুধবার (২৭ নভেম্বর) ভারতের শেয়ারবাজারে ঘুষকান্ডে বিতর্কিত আদানির শেয়ারে দরপতন হয়েছে। তারপরেও এদিন সেনসেক্স সূচকটি বেড়েছে ২৩০ পয়েন্ট। এছাড়া নিফটি সূচক বেড়েছে ৮০ পয়েন্ট।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লেনদেন বন্ধ হওয়ার পর সেনসেক্স সূচকটি দাঁড়িয়েছে ৮০২৩৪ পয়েন্টে। সূচকটি এদিন সর্বোচ্চ ৮০৫১১ পয়েন্টে উঠেছিল।
অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) নিফটি সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪২৭৫ পয়েন্টে। এদিন সূচকটি সর্বোচ্চ ২৪৩৫৫ পয়েন্ট স্পর্শ করেছিল।
এনএসইতে এদিন ঊর্ধ্বমুখী ছিল মাঝারি ...
অর্থ বাণিজ্য ডেস্ক : বুধবার (২৭ নভেম্বর) ভারতের শেয়ারবাজারে ঘুষকান্ডে বিতর্কিত আদানির শেয়ারে দরপতন হয়েছে। তারপরেও এদিন সেনসেক্স সূচকটি বেড়েছে ২৩০ পয়েন্ট। এছাড়া নিফটি সূচক বেড়েছে ৮০ পয়েন্ট।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লেনদেন বন্ধ হওয়ার পর সেনসেক্স সূচকটি দাঁড়িয়েছে ৮০২৩৪ পয়েন্টে। সূচকটি এদিন সর্বোচ্চ ৮০৫১১ পয়েন্টে উঠেছিল।
অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) নিফটি সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪২৭৫ পয়েন্টে। এদিন সূচকটি সর্বোচ্চ ২৪৩৫৫ পয়েন্ট স্পর্শ করেছিল।
এনএসইতে এদিন ঊর্ধ্বমুখী ছিল মাঝারি পুঁজির কোম্পানির দর। তবে সর্বাধিক লাভ করেছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিনিয়োগকারীরা। এদিন আদানি গোষ্ঠীর সব শেয়ারের দর ছিল নিম্নমুখী।