ভারতের শেয়ারবাজারে ১১৯০ পয়েন্টের পতন

অর্থ বাণিজ্য ডেস্ক : ফের ক্ষতবিক্ষত ভারতের শেয়ারবাজার। একদিনে হাজার পয়েন্টের বেশি নামল সেনসেক্স সূচক। নিফটির অবস্থাও বেহাল। ফলে ভারতের লক্ষ্মীবার (বৃহস্পতিবার) লাভের মুখ দেখলেন না বিনিয়োগকারীরা। আগামী কয়েক দিন বাজারে অস্থিরতা বজায় থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার ৭৯০৪৩৪ পয়েন্টে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এ দিন সেনসেক্স পড়েছে ১ হাজার ১৯০ পয়েন্ট।
সকালে লেনদেন চালুর সময়ে অবশ্য ৮০ হাজারে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০৪৪৭ পয়েন্টে ওঠে সূচক। কিন্তু ...
অর্থ বাণিজ্য ডেস্ক : ফের ক্ষতবিক্ষত ভারতের শেয়ারবাজার। একদিনে হাজার পয়েন্টের বেশি নামল সেনসেক্স সূচক। নিফটির অবস্থাও বেহাল। ফলে ভারতের লক্ষ্মীবার (বৃহস্পতিবার) লাভের মুখ দেখলেন না বিনিয়োগকারীরা। আগামী কয়েক দিন বাজারে অস্থিরতা বজায় থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার ৭৯০৪৩৪ পয়েন্টে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এ দিন সেনসেক্স পড়েছে ১ হাজার ১৯০ পয়েন্ট।
সকালে লেনদেন চালুর সময়ে অবশ্য ৮০ হাজারে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০৪৪৭ পয়েন্টে ওঠে সূচক। কিন্তু সাড়ে ১০টার পর থেকে নিম্নমুখী হয় সেনসেক্সের সূচক। তার পর আর কখনওই তা সেখানে উপরের দিকে যায়নি।
অন্য দিকে দিন শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক থেমেছে ২৩৯১৪ পয়েন্টে। অর্থাৎ নিফটি সূচকটি কমেছে ৩৬১ পয়েন্ট। শতাংশের হিসাবে যা ১.৪৯%।
ব্রোকারেজ হাউজগুলো অবশ্য এখনও শেয়ারবাজার ইতিবাচক রয়েছে বলেই দাবি করেছে। এদিন ১ হাজার ৮৬৯টি শেয়ারের দর বেড়েছে। দাম কমেছে ১ হাজার ৫৪৭টি শেয়ারের। আর ৮৮টি শেয়ারের দরে কোনও পরিবর্তন হয়নি।
এদিন তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি লোকসান হয়েছে। ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা এবং এইচসিএল টেকের শেয়ারের দর কমেছে যথাক্রমে ৩.৫, ১.৯, ২.৫ ও ২.৭ শতাংশ। নিফটিতে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দর কমেছে ২.৩ শতাংশ।