ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৮৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৮৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭৩ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকার বা ১৬ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৮ টি বা ৩৭.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৭৫ টি বা ৪৪.৩০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.২২ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৩৫ পয়েন্টে।