অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৬পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৬পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০০ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ টাকার বা ২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৩ টি বা ৫০.৪৯ শতাংশের। আর দর কমেছে ১২৮ টি বা ৩১.৮৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭১ টি বা ১৭.৬৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৬৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬০২ পয়েন্টে।