অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংক পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য দেড় বছরের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নিয়ন্ত্রণাধীন এই ব্যাংকটিকে উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে।

রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৮তম আলোচনা সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গতকাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্ত ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংক পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য দেড় বছরের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নিয়ন্ত্রণাধীন এই ব্যাংকটিকে উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে।

রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৮তম আলোচনা সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গতকাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্ত ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আইপিওতে আসার জন্য সময় বাড়ানোর একটা আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে ব্যাংকটিকে আইপিওতে আসতে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।’

২০১৬ সালে ‘সীমাহীন আস্থা’ স্লোগানে দেশের ৫৭তম তফসিলি ব্যাংক হিসেবে সীমান্ত ব্যাংক যাত্রা শুরু করে। এর আগে ২০১৫ সালের ১৭ সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। মূলত ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর অনুসারে এই ব্যাংকটি পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আদলে এই ব্যাংকটি গঠন করা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের মত বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে বাণিজ্যিকভাবে ব্যাংকটি পরিচালিত হয়।