অর্থ বাণিজ্য ডেস্ক : লক্ষ্মীবারে (বৃহস্পতিবার) ফের ভারতের শেয়ারবাজারে পতন। এদিন ২৩৬ পয়েন্ট কমেছে সেনসেক্স সূচক। অন্য দিকে নিফটির সূচক নেমেছে প্রায় ১০০ পয়েন্ট।

বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লেনদেন শেষে ৮১২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স সূচক। এদিন এই সূচক কমেছে ২৩৬ পয়েন্ট। যা শতাংশের হিসেবে ০.২৯%। এদিন সূচকটি সর্বোচ্চ ৮১৬৮১ পয়েন্টে ওঠেছিল।

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক ৯৩ পয়েন্ট পতনের মাধ্যমে ২৪৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ১,৪৪০টি ...

অর্থ বাণিজ্য ডেস্ক : লক্ষ্মীবারে (বৃহস্পতিবার) ফের ভারতের শেয়ারবাজারে পতন। এদিন ২৩৬ পয়েন্ট কমেছে সেনসেক্স সূচক। অন্য দিকে নিফটির সূচক নেমেছে প্রায় ১০০ পয়েন্ট।

বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লেনদেন শেষে ৮১২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স সূচক। এদিন এই সূচক কমেছে ২৩৬ পয়েন্ট। যা শতাংশের হিসেবে ০.২৯%। এদিন সূচকটি সর্বোচ্চ ৮১৬৮১ পয়েন্টে ওঠেছিল।

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক ৯৩ পয়েন্ট পতনের মাধ্যমে ২৪৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ১,৪৪০টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর কমেছে ২,৩৯৫টি স্টকের। অপরিবর্তিত রয়েছে ১০২টি শেয়ার।

এদিন ভাল করেছে তথ্যপ্রযুক্তি কোম্পানি। নিফটিতে সর্বাধিক লাভের মুখ দেখেছেন আদানি এন্টারপ্রাইজ়, টেক মাহিন্দ্রা, ইন্ডাসইণ্ড ব্যাংক, ভারতী এয়ারটেল এবং আদানি পোর্টসের শেয়ারে বিনিয়োগকারীরা।

বিপরীতে এনটিপিসি, হিরো মোটোকর্প, এইচইউএল, কোল ইন্ডিয়া এবং বিপিসিএলের শেয়ারে সবচেয়ে বেশি লোকসান হয়েছে।