অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের শেয়ারবাজারে লম্বা সময় পর ৮২ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স সূচক। অন্যদিকে নিফটি ৫০-এর সূচক বেড়েছে ২০০ পয়েন্টের বেশি। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই ধারা বজায় থাকবে বলে আশাবাদী অধিকাংশ ব্রোকারেজ হাউজগুলো।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লেনদেন শেষে সেনসেক্স সূচকটি ৮২১৭৮ পয়েন্টে থেমেছে। এদিন বিএসইতে সেনসেক্স সূচকটি ৮৮৮ পয়েন্ট বেড়েছে। এদিন সূচকটি সর্বোচ্চ ৮২২১৪ পয়েন্টে উঠেছিল।

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক দাঁড়িয়েছে ২৪৭৬৮ পয়েন্ট। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের শেয়ারবাজারে লম্বা সময় পর ৮২ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স সূচক। অন্যদিকে নিফটি ৫০-এর সূচক বেড়েছে ২০০ পয়েন্টের বেশি। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই ধারা বজায় থাকবে বলে আশাবাদী অধিকাংশ ব্রোকারেজ হাউজগুলো।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লেনদেন শেষে সেনসেক্স সূচকটি ৮২১৭৮ পয়েন্টে থেমেছে। এদিন বিএসইতে সেনসেক্স সূচকটি ৮৮৮ পয়েন্ট বেড়েছে। এদিন সূচকটি সর্বোচ্চ ৮২২১৪ পয়েন্টে উঠেছিল।

অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক দাঁড়িয়েছে ২৪৭৬৮ পয়েন্ট। অর্থাৎ নিফটি ৫০-তে ২২০ পয়েন্টের ঊর্ধ্বগতি দেখা গেছে।

ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ি, ১৭৪১টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ২০৮৬টির এবং ১১৪টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি।

নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন ভারতী এয়ারটেল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইটিসি, আল্ট্রাটেক সিমেন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারে বিনিয়োগকারীরা। অন্যদিকে শ্রীরাম ফিন্যান্স, ইন্দাসইণ্ড ব্যাংক, টাটা স্টিল, হিন্দালকো ও জেএসডব্লু স্টিলের স্টকে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখতে হয়েছে।