শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (১৮ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ বেড়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৬ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৪০২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (১৮ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ বেড়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৬ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৪০২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫০ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭ কোটি ৭৩ লাখ টাকার বা ১১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ১৯.৬০ শতাংশের। আর দর কমেছে ২৫৮ টি বা ৬৪.০১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৩৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৯২ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৮৯ পয়েন্টে।