অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আসাদুর রহমান কিরন ও তার স্ত্রী-কন্যা ও জামাতাসহ ৫ জনের ব্যাংক হিসেব স্থগিত করেছে। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) একাউন্ট স্থগিত রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিবাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের বিও হিসাব ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আসাদুর রহমান কিরন ও তার স্ত্রী-কন্যা ও জামাতাসহ ৫ জনের ব্যাংক হিসেব স্থগিত করেছে। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) একাউন্ট স্থগিত রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিবাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের বিও হিসাব স্থগিত করা হয়েছে তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আসাদুর রহমান কিরন, তার স্ত্রী তাহমিনা রহমান লাভলি, কন্যা- আজমিরী রহমান শর্না, আজমাইন রহমান অংকন এবং জামাতা শেহরিন বিনতে হাশেম।

বিএফআইইউ’র নির্দেশনা অনুযায়ী, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের বিও হিসাব এবং ব্যক্তি মালিকানা ব্যবসায়িক হিসাবের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিএফআইইউ’র এক কর্মকর্তা জানান, আলোচিত ৫ জনের ব্যাংক হিসেব ও বিও হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে তাদের হিসাব জব্দ করা হয়েছে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আসাদুর রহমান কিরন, তাহমিনা রহমান লাভলি, আজমিরী রহমান শর্না, আজমাইন রহমান অংকন এবং শেহরিন বিনতে হাশেমের নাম, পিতা ও মাতার নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে সেগুলোর সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম ও হিসাব খোলার তারিখ থেকে হালনাগাদ লেনদেন বিবরণী যাবতীয় তথ্য ৫ দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।