অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় রবিবারও (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। এছাড়া লেনদেনও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২০৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৫ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৭৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৮২ কোটি ১৯ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় রবিবারও (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। এছাড়া লেনদেনও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২০৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৫ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৭৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯২ কোটি ১৮ লাখ বা ৩৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২৫ টি বা ৫৬.৩৯ শতাংশের। আর দর কমেছে ১০০ টি বা ২৫.০৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৪ টি বা ১৮.৫৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২ টির, কমেছে ৫৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৭২ পয়েন্টে।