অর্থ বাণিজ্য ডেস্ক : বছরের শুরুটা (বুধবার) ভালোভাবে শুরু করেছে ভারতের শেয়ারবাজার। এদিন অনেক উত্থান পতনের পরে লেনদেন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স বেড়েছে ৩৬৮.৪০ পয়েন্ট। তবে দিনের মধ্যে এক সময়ে সূচকটি ৬১৭.৪৮ পয়েন্ট উঠে গিয়েছিল।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্‌টি সূচক ৯৮.১০ পয়েন্ট উঠে। তবে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলি এদিন ১৭৮২.৭১ কোটি টাকা তুলে নিয়েছে।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘সম্প্রতি প্রধান আটটি পরিকাঠামো ক্ষেত্র, শিল্পোৎপাদন, জিএসটি সংগ্রহ-সহ অর্থনীতির বিভিন্ন ...

অর্থ বাণিজ্য ডেস্ক : বছরের শুরুটা (বুধবার) ভালোভাবে শুরু করেছে ভারতের শেয়ারবাজার। এদিন অনেক উত্থান পতনের পরে লেনদেন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স বেড়েছে ৩৬৮.৪০ পয়েন্ট। তবে দিনের মধ্যে এক সময়ে সূচকটি ৬১৭.৪৮ পয়েন্ট উঠে গিয়েছিল।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্‌টি সূচক ৯৮.১০ পয়েন্ট উঠে। তবে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলি এদিন ১৭৮২.৭১ কোটি টাকা তুলে নিয়েছে।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘সম্প্রতি প্রধান আটটি পরিকাঠামো ক্ষেত্র, শিল্পোৎপাদন, জিএসটি সংগ্রহ-সহ অর্থনীতির বিভিন্ন মাপকাঠিতে উন্নতি দেখা যাচ্ছে। যা আর্থিক কর্মকাণ্ডের শ্লথতা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষণ।

কেন্দ্রও জানিয়েছে, এবার পরিকাঠামো ক্ষেত্রে সরকারি খরচ ফের বাড়ানো হবে। নজর দেওয়া হচ্ছে শহরের চাহিদার উন্নতিতেও। এই সমস্ত কারণে বাজার এ দিন উঠেছে।’’

তবে একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বছর বাজার অস্থির থাকার সম্ভাবনাই বেশি। ২০২৪ সালে বিনিযয়োগকারীরা যে রিটার্ন পেয়েছেন, ২০২৫ সালে তা কতটা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ আছে।