অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৭ কোটি ০১ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৭ কোটি ০১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭ কোটি ০৩ লাখ বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭ টি বা ৩৯.২৫ শতাংশের। আর দর কমেছে ১৫৬ টি বা ৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৭ টি বা ২১.৭৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২ টির, কমেছে ১০৯ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬০ পয়েন্টে।