অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার থেকে দুয়ার সার্ভিসেস এর অর্থ উত্তোলনে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন গ্রহণ স্থগিত করেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আজ (১৫ জানুয়ারি) কোম্পানিটির আবেদন শুরু হবে বলে তথ্য প্রকাশ করেছে।

এদিন ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, আগের কয়েকদিনের ধারাবাহিকতায় আজও দুয়ার সার্ভিসেস এর কিউআইও’তে আবেদন গ্রহণ নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। এতে কবে থেকে আবেদন গ্রহণ, কবে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার থেকে দুয়ার সার্ভিসেস এর অর্থ উত্তোলনে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন গ্রহণ স্থগিত করেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আজ (১৫ জানুয়ারি) কোম্পানিটির আবেদন শুরু হবে বলে তথ্য প্রকাশ করেছে।

এদিন ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, আগের কয়েকদিনের ধারাবাহিকতায় আজও দুয়ার সার্ভিসেস এর কিউআইও’তে আবেদন গ্রহণ নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। এতে কবে থেকে আবেদন গ্রহণ, কবে শেষে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির ৯৩৯ তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও আবেদন গ্রহণ স্থগিত করা হয়েছে। এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিএসইসি। এতে বলা হয়েছে, সম্প্রতি কোম্পানিটির সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, মুনাফা ও আয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এর আলোকে বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৯ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়। এরপর গত ৫ ডিসেম্বর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন লিখিতভাবে সম্মতিপত্র (কনসেন্ট লেটার) দেয়।

কিউআইও প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ৪.৮৬ টাকা। আর নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৫ টাকায়।

উল্লেখ্য, এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুয়ার সার্ভিসেস পিএলসিকেও ৫ কোটি টাকার কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে। দুয়ার সার্ভিসেস প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডি-কুরিয়ার, কল সেন্টার ও ট্র্যাকিং সিস্টেম ও এআই সফটওয়্যার), ক্লাউড কম্পিউটিং ও আনুষঙ্গিক খরচসহ ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।