অর্থ বাণিজ্য প্রতিবেদক :    খনাদকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার পতনে ছিল। তবে বেশ কিছুদিন ধরে ছিল অনেকটা স্থবির।সূচকের উত্থান-পতন হচ্ছিল খুবই সামান্য পরিমাণে।তবে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৫০ পয়েন্টের বেশি।

অর্থ বাণিজ্য প্রতিবেদক :খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার পতনে ছিল। তবে বেশ কিছুদিন ধরে ছিল অনেকটা স্থবির।সূচকের উত্থান-পতন হচ্ছিল খুবই সামান্য পরিমাণে। তবে সোমবার দেশের প্রধান শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৫০ পয়েন্টের বেশি।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৬পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৮ কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৮ কোটি ৯২ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৮ টি বা ৬২ শতাংশের। আর দর কমেছে ৮১ টি বা ২০.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭১ টি বা ১৭.৭৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৫০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক ১২ পয়েন্ট বেড়েছিল।