অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, ডোমিনেজ, এনভয় টেক্সটাইল, সী পার্ল, এমজেএল বিডি, বসুন্ধরা পেপার মিলস, পাওয়ার গ্রীড, বিডি অটোকার, শার্প ইন্ড্রাস্ট্রিজ, এমএল ডাইং, ফারকেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স, শ্যামপুর সুগার মিলস, মিরাকল ইন্ড্রাস্ট্রিজ, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, লুব-রেফ, প্রিমিয়ার সিমেন্ট, ডেল্টা স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট, ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, ডোমিনেজ, এনভয় টেক্সটাইল, সী পার্ল, এমজেএল বিডি, বসুন্ধরা পেপার মিলস, পাওয়ার গ্রীড, বিডি অটোকার, শার্প ইন্ড্রাস্ট্রিজ, এমএল ডাইং, ফারকেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স, শ্যামপুর সুগার মিলস, মিরাকল ইন্ড্রাস্ট্রিজ, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, লুব-রেফ, প্রিমিয়ার সিমেন্ট, ডেল্টা স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট, কেডিএস এক্সেসরিজ, বেস্ট হোল্ডিংস, ইন্ট্রাকো, ডোমিনেজ, কাসেম ইন্ড্রাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, কে অ্যান্ড কিউ, দুলামিয়া কটন, আমান ফিড, আমান কটন ফাইবার্স, খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ণ লুব্রিকেন্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, সিলভা ফার্মা, ই-জেনারেশন, ডরিন পাওয়ার, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ফার্মা এইড ও শাইন পুকুর সিরামিকস।

কোম্পানিগুলোর মধ্যে আগামি ২৭ জানুয়ারী আমান ফিড ও আমান কটন ফাইবার্স, ২৮ জানুয়ারী বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ফার্মা এইড ও শাইন পুকুর সিরামিকস, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, ইস্টার্ণ লুব্রিকেন্ট ও দুলামিয়া কটন, ২৯ জানুয়ারী ই-জেনারেশন, ডরিন পাওয়ার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, ডোমিনেজ, এনভয় টেক্সটাইল, সী পার্ল, এমজেএল বিডি, শ্যামপুর সুগার মিলস, মিরাকল ইন্ড্রাস্ট্রিজ, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, লুব-রেফ, প্রিমিয়ার সিমেন্ট, কেডিএস এক্সেসরিজ, বেস্ট হোল্ডিংস, ইন্ট্রাকো, ডোমিনেজ, ফারইস্ট নিটিং ও কে অ্যান্ড কিউ, এবং ৩০ জানুয়ারী সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সিলভা ফার্মা, খান ব্রাদার্স, কাসেম ইন্ড্রাস্ট্রিজ, বসুন্ধরা পেপার মিলস, পাওয়ার গ্রীড, বিডি অটোকার, শার্প ইন্ড্রাস্ট্রিজ, এমএল ডাইং, ফারকেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স, ডেল্টা স্পিনিং, কনফিডেন্স সিমেন্টের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় চলতি বছরের ২য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে।একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।