অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের ন্যায় রবিবারও (২৬ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এছাড়া লেনদেনও পতনের ধারায় রয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৩২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১১ পয়েন্ট ও বুধবার ২৫ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৬ কোটি ২৭ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের ন্যায় রবিবারও (২৬ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এছাড়া লেনদেনও পতনের ধারায় রয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৩২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১১ পয়েন্ট ও বুধবার ২৫ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৬ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৭ কোটি ৮১ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫ টি বা ১৮.৬১ শতাংশের। আর দর কমেছে ২৬১ টি বা ৬৪.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৬.৬৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৮১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমেছিল।