লোকসান থেকে বেরোতে পারেনি ৩৭ কোম্পানি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৭ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২৪) লোকসান হয়েছে। যেগুলোর আগের অর্থবছরের প্রথমার্ধেও লোকসান হয়েছিল।
সম্প্রতি কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
লোকসানে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৯টির আগের অর্থবছরের তুলনায় লোকসান কমেছে। বাকি ১৮টি কোম্পানির লোকসান বেড়েছে।
সবচেয়ে বেশি হারে ডেসকোর লোকসান কমেছে। কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের শেয়ারপ্রতি ৪.৯২ টাকার লোকসান চলতি অর্থবছরের প্রথমার্ধে হয়েছে ০.১৫ টাকা। এক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় লোকসান কম হয়েছে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৭ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২৪) লোকসান হয়েছে। যেগুলোর আগের অর্থবছরের প্রথমার্ধেও লোকসান হয়েছিল।
সম্প্রতি কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
লোকসানে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৯টির আগের অর্থবছরের তুলনায় লোকসান কমেছে। বাকি ১৮টি কোম্পানির লোকসান বেড়েছে।
সবচেয়ে বেশি হারে ডেসকোর লোকসান কমেছে। কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের শেয়ারপ্রতি ৪.৯২ টাকার লোকসান চলতি অর্থবছরের প্রথমার্ধে হয়েছে ০.১৫ টাকা। এক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় লোকসান কম হয়েছে ৯৭ শতাংশ।
আরও পড়ুন....
চার কোম্পানির তদন্ত প্রতিবেদন জমা : জড়িত বিএসইসির অনেক রাঘববোয়াল
অন্যদিকে আনলিমা ইয়ার্নের লোকসান সবচেয়ে বেশি হারে বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের শেয়ারপ্রতি ০.০৬ টাকার লোকসান চলতি অর্থবছরের প্রথমার্ধে হয়েছে ১.২৩ টাকা। এক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় লোকসান বেড়েছে ১৯৫০ শতাংশ।
নিম্নে লোকসানে থাকা কোম্পানির তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৪) |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৩) |
হ্রাস/বৃদ্ধির হার |
ডেসকো |
(০.১৫) |
(৪.৯২) |
৯৭% |
অলটেক্স |
(০.০৬) |
(০.৪৭) |
৮৭% |
রানার অটো |
(০.৩৭) |
(২.২২) |
৮৩% |
গ্লোবাল হেভী |
(১.১১) |
(৪.০০) |
৭২% |
মিরাকল |
(০.১৮) |
(০.৩৮) |
৫৩% |
বিডি ল্যাম্পস |
(৫.৮৪) |
(১১.২৩) |
৪৮% |
একমি পেস্টিসাইডস |
(০.৩০) |
(০.৫৬) |
৪৬% |
উসমানিয়া গ্লাস |
(২.৫৪) |
(৪.৫৯) |
৪৫% |
আইসিবি |
(১.৩৬) |
(২.৪৪) |
৪৪% |
ডেল্টা স্পিনার্স |
(০.১২) |
(০.২০) |
৪০% |
জিকিউ বলপেন |
(১.৪৩) |
(২.০৪) |
৩০% |
সাফকো স্পিনিং |
(৫.৩০) |
(৭.৪৬) |
২৯% |
আফতাব অটো |
(০.৬৯) |
(০.৯৪) |
২৭% |
ফু-ওয়াং ফুড |
(০.২৫) |
(০.৩১) |
১৯% |
মেট্রো স্পিনিং |
(০.৯৭) |
(১.১৮) |
১৮% |
স্ট্যান্ডার্ড সিরামিক |
(৯.৯৬) |
(১২.০৫) |
১৭% |
সোনারগাঁও টেক্সটাইল |
(০.২১) |
(০.২৫) |
১৬% |
মেঘনা কনডেন্সড |
(০.৮৭) |
(০.৯৯) |
১২% |
অলিম্পিক এক্সেসরিজ |
(০.৩৫) |
(০.৩৬) |
৩% |
জিল বাংলা সুগার |
(৩৬.৯৫) |
(৩৬.৭১) |
(১%) |
তাল্লু স্পিনিং |
(০.৯৮) |
(০.৯৭) |
(১%) |
সেন্ট্রাল ফার্মা |
(০.১৬) |
(০.১৫) |
(৭%) |
এইচ.আর টেক্সটাইল |
(২.৭৭) |
(২.৫৬) |
(৮%) |
এসিআই |
(৭.৯৯) |
(৭.৩০) |
(৯%) |
বিবিএস |
(০.৪৪) |
(০.৪০) |
(১০%) |
শ্যামপুর সুগার |
(২৩.৩৪) |
(২১.০৭) |
(১১%) |
জুট স্পিনার্স |
(১৭.৭০) |
(১১.৬৯) |
(৫১%) |
ইন্দোবাংলা |
(০.০৮) |
(০.০৫) |
(৬০%) |
গোল্ডেন হার্ভেস্ট |
(০.১৫) |
(০.০৭) |
(১১৪%) |
বিডি থাই অ্যালু: |
(০.৯০) |
(০.৪২) |
(১১৪%) |
গোল্ডেন সন |
(০.৩৪) |
(০.১২) |
(১৮৩%) |
মেঘনা পেট |
(০.৩২) |
(০.১১) |
(১৯১%) |
বিবিএস কেবলস |
(০.৬৮) |
(০.২১) |
(২২৩%) |
ঢাকা ডাইং |
(২.০৯) |
(০.৬৩) |
(২৩২%) |
পেনিনসুলা |
(০.৩৯) |
(০.১১) |
(২৫৫%) |
সিলভা ফার্মা |
(০.৪৩) |
(০.১২) |
(২৫৮%) |
আনলিমা ইয়ার্ন |
(১.২৩) |
(০.০৬) |
(১৯৫০%) |