লোকসানে নেমেছে ১৫ কোম্পানি
প্রথমার্ধের ব্যবসায় ইপিএস কমেছে ৬১ কোম্পানির

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬১ কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। এরমধ্যে ১৫টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
সম্প্রতি তালিকাভুক্ত ১৬৭ কোম্পানির ৬ মাসের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। সেখানে ৬১ কোম্পানির বা ৩৭% কোম্পানির ইপিএস পতনের তথ্য পাওয়া গেছে।
এসময় আগের অর্থবছরের ৬ মাসের মুনাফা থেকে চলতি অর্থবছরের ৬ মাসে লোকসানে নেমেছে ওরিয়ন ফার্মা, বারাকা পতেঙ্গা, ইনফরমেশন সার্ভিসেস, সী পার্ল, ইনটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬১ কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। এরমধ্যে ১৫টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
সম্প্রতি তালিকাভুক্ত ১৬৭ কোম্পানির ৬ মাসের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। সেখানে ৬১ কোম্পানির বা ৩৭% কোম্পানির ইপিএস পতনের তথ্য পাওয়া গেছে।
এসময় আগের অর্থবছরের ৬ মাসের মুনাফা থেকে চলতি অর্থবছরের ৬ মাসে লোকসানে নেমেছে ওরিয়ন ফার্মা, বারাকা পতেঙ্গা, ইনফরমেশন সার্ভিসেস, সী পার্ল, ইনটেক, আনোয়ার গ্যালভানাইজিং, জেমিনী সী, সাফকো স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, আমরা টেকনোলজি, ইস্টার্ন কেবলস, বসুন্ধরা পেপার, দেশবন্ধু পলিমার ও এনার্জিপ্যাক পাওয়ার।
৬১ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে এনার্জিপ্যাক পাওয়ারের। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৬ মাসের ০.০৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা এবার লোকসান হয়েছে (০.৯৮) টাকা। এ হিসেবে ইপিএস কমেছে ১১৮৯%। এরপরের অবস্থানে থাকা দেশবন্ধু পলিমারের ০.১৭ টাকার শেয়ারপ্রতি মুনাফা ৮৮৮% পতনের মাধ্যমে লোকসান হয়েছে (১.৩৪) টাকা। আর ৩য় অবস্থানে থাকা বসুন্ধরা পেপারের ১.৪৬ টাকার মুনাফা ৫০০% কমে হয়েছে লোকসান (৫.৮৪) টাকা।
আরও পড়ুন…
লোকসান থেকে বেরোতে পারেনি ৩৭ কোম্পানি
শেয়ারবাজারে ৪১% কোম্পানির প্রথমার্ধে ইপিএস বেড়েছে
অন্যদিকে সবচেয়ে কম ৪% করে ইপিএস কমেছে বিডিকম অনলাইন, মুন্নু অ্যাগ্রো ও ওরিয়ন ইনফিউশনসের। এরপর ৫% পতনের মাধ্যমে একমি ল্যাবের ৫.৭৮ টাকার ইপিএস কমে হয়েছে ৫.৪৭ টাকা। আর মীর আক্তারের ০.৭৮ টাকার ইপিএস ৬% কমে হয়েছে ০.৭৩ টাকা।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৪) |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৩) |
হ্রাস/বৃদ্ধির হার |
বিডিকম |
০.৫৫ |
০.৫৭ |
(৪%) |
মুন্নু অ্যাগ্রো |
১.৪০ |
১.৪৬ |
(৪%) |
ওরিয়ন ইনফিউশন |
১.০৩ |
১.০৭ |
(৪%) |
একমি ল্যাব |
৫.৪৭ |
৫.৭৮ |
(৫%) |
মীর আক্তার |
০.৭৩ |
০.৭৮ |
(৬%) |
হা-ওয়েল টেক্সটাইল |
২.১৮ |
২.৩৪ |
(৭%) |
জেএমআই হসপিটাল |
১.০৬ |
১.১৭ |
(৯%) |
ওয়ালটন |
১০.০৫ |
১১.২৪ |
(১১%) |
প্যারামাউন্ট টেক্সটাইল |
২.৪৬ |
২.৭৯ |
(১২%) |
মোজাফ্ফর হোসাইন |
০.৪১ |
০.৪৭ |
(১৩%) |
কপারটেক |
০.২৩ |
০.২৭ |
(১৫%) |
আরডি ফুড |
০.৬৬ |
০.৭৮ |
(১৫%) |
আলিফ ম্যানুফ্যাকচারিং |
০.১০ |
০.১২ |
(১৭%) |
ফু-ওয়াং সিরামিক |
০.১১ |
০.১৪ |
(২১%) |
ইবনে সিনা |
৯.৪৭ |
১১.৯২ |
(২১%) |
এপেক্স ফুডস |
২.৫২ |
৩.১৫ |
(২০%) |
জেনেক্স ইনফোসিস |
১.২৫ |
১.৬০ |
(২২%) |
ওয়াটা কেমিক্যাল |
০.৪২ |
০.৫৪ |
(২২%) |
দেশ গার্মেন্টস |
০.০৯ |
০.১২ |
(২৫%) |
হাক্কানি পাল্প |
০.২৫ |
০.৩৪ |
(২৬%) |
ড্যাফোডিল কম্পিউটার |
০.২৮ |
০.৩৮ |
(২৬%) |
ডরিন পাওয়ার |
২.০১ |
২.৮৩ |
(২৯%) |
পেপার প্রসেসিং |
১.৭২ |
২.৪৩ |
(২৯%) |
বিডি অটো |
০.০৬ |
০.০৯ |
(৩৩%) |
শমরিতা হসপিটাল |
০.৬০ |
০.৯০ |
(৩৩%) |
সাবমেরিন কেবলস |
৫.১৯ |
৭.৭৫ |
(৩৩%) |
রেনেটা |
১০.৮৩ |
১৬.৫৭ |
(৩৫%) |
সোনালি আঁশ |
১.৯২ |
৩.০২ |
(৩৬%) |
তসরিফা |
০.২৬ |
০.৪৬ |
(৪৩%) |
এডভেন্ট ফার্মা |
০.৩৪ |
০.৬২ |
(৪৫%) |
ই-জেনারেশন |
০.৪১ |
০.৮০ |
(৪৯%) |
টেকনো ড্রাগস |
১.০৮ |
২.১৬ |
(৫০%) |
শাহজিবাজার পাওয়ার |
১.৪৬ |
৩.৩৮ |
(৫৭%) |
আমরা নেটওয়ার্কস |
০.৬৩ |
১.৫৮ |
(৬০%) |
নাহি অ্যালুমিনিয়াম |
০.২৮ |
০.৭১ |
(৬১%) |
ন্যাশনাল পলিমার |
০.৩৮ |
১.০১ |
(৬২%) |
সামিট অ্যালায়েন্স |
১.৫২ |
০.৯২ |
(৬৫%) |
ভিএফএস থ্রেড |
০.০৭ |
০.২১ |
(৬৭%) |
ক্রাউন সিমেন্ট |
১.৫২ |
৪.৭৬ |
(৬৮%) |
রহিমা ফুড |
০.১৬ |
০.৫৩ |
(৭০%) |
মুন্নু সিরামিক |
০.২১ |
০.৭৫ |
(৭২%) |
বিডি থাই ফুড |
০.০৬ |
০.৩১ |
(৮১%) |
সালভো কেমিক্যাল |
০.২২ |
১.৩১ |
(৮৩%) |
প্রিমিয়ার সিমেন্ট |
০.৩৬ |
২.৬৩ |
(৮৬%) |
বেস্ট হোল্ডিংস |
০.১১ |
০.৭৭ |
(৮৬%) |
বারাকা পাওয়ার |
০.০৪ |
০.৭৩ |
(৯৫%) |
ওরিয়ন ফার্মা |
(০.২০) |
১.২৩ |
(১১৬%) |
বারাকা পতেঙ্গা |
(০.১২) |
০.৪৭ |
(১২৬%) |
ইনফরমেশন সার্ভিসেস |
(০.০৮) |
০.১৮ |
(১৪৪%) |
সী পার্ল |
(১.৩৭) |
২.৭৮ |
(১৪৯%) |
ইনটেক |
(০.১৯) |
০.৩৪ |
(১৫৬%) |
আনোয়ার গ্যালভা |
(১.৮১) |
২.১৯ |
(১৮৩%) |
জেমিনী সী |
(৩.৯৪) |
৪.২৮ |
(১৯২%) |
সাফকো স্পিনিং |
(৩.০৯) |
২.৯৯ |
(২০৩%) |
ইভিন্স টেক্সটাইল |
(০.২২) |
০.১২ |
(২৮৩%) |
মেঘনা সিমেন্ট |
(৫.৯৭) |
৩.১৯ |
(২৮৭%) |
আমরা টেকনোলজি |
(০.৬৪) |
০.২৩ |
(৩৭৮%) |
ইস্টার্ন কেবলস |
(২.১৪) |
০.৬৪ |
(৪৩৪%) |
বসুন্ধরা পেপার |
(৫.৮৪) |
১.৪৬ |
(৫০০%) |
দেশবন্ধু পলিমার |
(১.৩৪) |
০.১৭ |
(৮৮৮%) |
এনার্জিপ্যাক |
(০.৯৮) |
০.০৯ |
(১১৮৯) |