এমজেএল বিডির অতিরঞ্জিত মুনাফা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ (এমজেএল বিডি) কর্তৃপক্ষ প্রায় ১৫ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে। কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এ তথ্য জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ি প্রতিবছরে করপূর্ববর্তী মুনাফার উপরে ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। যা শ্রমিকদের মাঝে বিতরন করতে হবে। কিন্তু এমজেএল বিডি কর্তৃপক্ষ এই ধরনের ফান্ড গঠন করেনি।
এর মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে ১৪ কোটি ৬০ লাখ টাকার বেশি মুনাফা দেখিয়েছে এমজেএল বিডি। যে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ (এমজেএল বিডি) কর্তৃপক্ষ প্রায় ১৫ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে। কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এ তথ্য জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ি প্রতিবছরে করপূর্ববর্তী মুনাফার উপরে ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। যা শ্রমিকদের মাঝে বিতরন করতে হবে। কিন্তু এমজেএল বিডি কর্তৃপক্ষ এই ধরনের ফান্ড গঠন করেনি।
এর মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে ১৪ কোটি ৬০ লাখ টাকার বেশি মুনাফা দেখিয়েছে এমজেএল বিডি। যে কোম্পানিটি এ যাবত বা আগের বছরগুলোসহ ১৩৫ কোটি ৯৫ লাখ টাকার বেশি মুনাফা দেখিয়েছে।
এই অতিরঞ্জিত মুনাফার মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের হিসাবে শেয়ারপ্রতি ০.৪৬ টাকা মুনাফা বেশি দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমজেএল বিডির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৮.৪৮ শতাংশ। কোম্পানিটির শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৯৯.৬০ টাকায়।