শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ৩ কার্যদিবসের ন্যায় সোমবারও (৩ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২০ পয়েন্টে। যা রবিবার ১০ পয়েন্ট, বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ১৪ পয়েন্ট কমেছিল।
সোমবার ডিএসইতে ৩৮১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ৩ কার্যদিবসের ন্যায় সোমবারও (৩ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২০ পয়েন্টে। যা রবিবার ১০ পয়েন্ট, বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ১৪ পয়েন্ট কমেছিল।
সোমবার ডিএসইতে ৩৮১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪০ কোটি ২০ লাখ টাকার বা ১০ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮ টি বা ২৪.৭৫ শতাংশের। আর দর কমেছে ২৩০ টি বা ৪৬.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৮ টি বা ১৭.১৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১০৬ টির এবং পরিবর্তন হয়নি ৪৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৮৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমেছিল।