মুনাফা বেড়েছে বেশিরভাগ কোম্পানির
 
			ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রবিবার (৩০ জুলাই) চলতি অর্থবছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন ২০২৩) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৫০ শতাংশের ব্যবসায় উন্নতি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন প্রথমার্ধের আর্থিক হিসাব প্রকাশ করা ১৮টি কোম্পানির মধ্যে ৯টির বা ৫০ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। বাকি ৯টির ৮টি বা ৪৪.৪৪ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে ও ১টি বা ৫.৫৬ শতাংশ কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।
ওই ১৮টি কোম্পানির মধ্যে ...
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রবিবার (৩০ জুলাই) চলতি অর্থবছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন ২০২৩) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৫০ শতাংশের ব্যবসায় উন্নতি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন প্রথমার্ধের আর্থিক হিসাব প্রকাশ করা ১৮টি কোম্পানির মধ্যে ৯টির বা ৫০ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। বাকি ৯টির মধ্যে ৮টি বা ৪৪.৪৪ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে ও ১টি বা ৫.৫৬ শতাংশ কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।
ওই ১৮টি কোম্পানির মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ব্যবসায় সবচেয়ে বেশি উত্থান হয়েছে। কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৭৭ শতাংশ। আর সবচেয়ে বেশি ৬৫% ইপিএস কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের।
নিম্নে কোম্পানিগুলোর প্রথমার্ধের শেয়ারপ্রতি মুনাফার উত্থান-পতনের তথ্য প্রকাশ করা হল-
| কোম্পানির নাম | প্রথমার্ধ ২০২৩) (ইপিএস) | প্রথমার্ধ (২০২২) (ইপিএস) | উত্থান-পতনের হার | 
| মেঘনা ইন্স্যুরেন্স | ০.৯৮ | ০.২৬ | ২৭৭% | 
| ব্যাংক এশিয়া | ২.৮৮ | ২.০০ | ৪৪% | 
| যমুনা ব্যাংক | ৩.১৬ | ২.৮০ | ১৩% | 
| রিল্যায়েন্স ইন্স্যুরেন্স | ৩.৬০ | ৩.৩৭ | ৭% | 
| এক্সিম ব্যাংক | ১.২১ | ১.১৪ | ৬% | 
| নর্দার্ণ ইন্স্যুরেন্স | ১.০২ | ০.৯৭ | ৫% | 
| ইসলামী ইন্স্যুরেন্স | ১.৩০ | ১.২৬ | ৩% | 
| ইস্টার্ন ব্যাংক | ২.০১ | ১.৯৬ | ৩% | 
| রূপালি ইন্স্যুরেন্স | ০.৭৬ | ০.৭৫ | ১% | 
| ফেডারেল ইন্স্যুরেন্স | ০.৬৫ | ০.৬৫ | ০০% | 
| ইউনাইটেড ফাইন্যান্স | ০.০৬ | ০.১৭ | (৬৫%) | 
| ওয়ান ব্যাংক | ০.৫২ | ০.৯৩ | (৪৪%) | 
| আল-আরাফাহ ব্যাংক | ০.৭৭ | ১.১৪ | (৩২%) | 
| ইস্টার্ন ইন্স্যুরেন্স | ১.৩০ | ১.৭৬ | (২৬%) | 
| ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স | ১.০৫ | ১.৩২ | (২০%) | 
| দেশ জেনারেল ইন্স্যুরেন্স | ০.৭০ | ০.৮৩ | (১৬%) | 
| প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড | ০.৩৮ | ০.৪০ | (৫%) | 
| পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ৩.১২ | ৩.২১ | (৩%) | 
