শেয়ারবাজারে উত্থান

সোমবার (১৬ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়ে গেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৪৭৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭০ লাখ টাকার বা ১৮ ...
সোমবার (১৬ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৪৭৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭০ লাখ টাকার বা ১৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬টি বা ২০.৮৮ শতাংশের। আর দর কমেছে ৭৮টি বা ২৪.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৫টি বা ৫৫.৩৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ৫৭টির।