শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (৯ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৭৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৩ কোটি ৪ লাখ টাকা। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (৯ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৭৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৩ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৬ কোটি ৩৬ লাখ টাকার বা ৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮ টি বা ১৪.৫৩ শতাংশের। আর দর কমেছে ২৭৪ টি বা ৬৮.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৬.৭৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৪১ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬০ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমেছিল।