বিএসইসির ১৩ জনের জামিন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তা নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন।
সোমবার (০৯ মার্চ) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। যা আদালত মঞ্জুর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যানের গানম্যান সংস্থাটির ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেছিলেন।
এ মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তা নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি ৩ জন জামিনের প্রক্রিয়ায় রয়েছেন।
সোমবার (০৯ মার্চ) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। যা আদালত মঞ্জুর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যানের গানম্যান সংস্থাটির ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেছিলেন।
এ মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী(৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।