শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৪১৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৮ কোটি ২৮ লাখ টাকার বা ৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩ টি বা ৪১.৩৭ শতাংশের। আর দর কমেছে ১৫৪টি বা ৩৯.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.৫৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৯২ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৬ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়েছিল।