ডিএসইতে লেনদেন আরও তলানিতে : বাড়ছে ব্রোকারদের হাহাকার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ২ কার্যদিবসের ন্যায় ঈদের আগে শেষ কার্যদিবস বা বৃহস্পতিবারও (২৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন লেনদেন আরও তলানিতে নেমে এসেছে। তবে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই লেনদেনে খড়া। যাতে ব্রোকার হাউজগুলোর মধ্যে হাহাকার বিরাজ করছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২১৯ পয়েন্টে। যা মঙ্গলবার ১৭ পয়েন্ট ও ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ২ কার্যদিবসের ন্যায় ঈদের আগে শেষ কার্যদিবস বা বৃহস্পতিবারও (২৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন লেনদেন আরও তলানিতে নেমে এসেছে। তবে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই লেনদেনে খড়া। যাতে ব্রোকার হাউজগুলোর মধ্যে হাহাকার বিরাজ করছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২১৯ পয়েন্টে। যা মঙ্গলবার ১৭ পয়েন্ট ও সোমবার ১৪ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭১ কোটি ৩৮ লাখ টাকার বা ১৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮ টি বা ৪৪.৮৪ শতাংশের। আর দর কমেছে ১৪৮ টি বা ৩৭.২৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭১ টি বা ১৭.৮৮ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০ টির, কমেছে ৭৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৪১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়েছিল।