অর্থ বাণিজ্য ডেস্ক : আমেরিকা নাকি চীন, কে আগে চোখের পাতা ফেলবে? কে পিছিয়ে আসবে নিজের অবস্থান থেকে! সে দিকেই তাকিয়ে বিশ্ব অর্থনীতি। যদিও এখন পর্যন্ত কোনও পক্ষের মধ্যেই তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। এরমধ্যে আমেরিকার কৃষিপণ্যের আমদানি দফায় দফায় কমানোর কথা ঘোষণা করেছে বেজিং। আবার আমেরিকার ব্যাখ্যা, ১২৫% নয়, চিনের উপরে ১৪৫% শুল্ক চাপিয়েছে তারা। ফলে বাকি বিশ্বের সঙ্গে তাদের শুল্ক যুদ্ধের সম্ভাবনা কমলেও, চিনের সঙ্গে তা আরও বাড়ল। ...

অর্থ বাণিজ্য ডেস্ক : আমেরিকা নাকি চীন, কে আগে চোখের পাতা ফেলবে? কে পিছিয়ে আসবে নিজের অবস্থান থেকে! সে দিকেই তাকিয়ে বিশ্ব অর্থনীতি। যদিও এখন পর্যন্ত কোনও পক্ষের মধ্যেই তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। এরমধ্যে আমেরিকার কৃষিপণ্যের আমদানি দফায় দফায় কমানোর কথা ঘোষণা করেছে বেজিং। আবার আমেরিকার ব্যাখ্যা, ১২৫% নয়, চিনের উপরে ১৪৫% শুল্ক চাপিয়েছে তারা। ফলে বাকি বিশ্বের সঙ্গে তাদের শুল্ক যুদ্ধের সম্ভাবনা কমলেও, চিনের সঙ্গে তা আরও বাড়ল। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সতর্কবার্তা, বৃহত্তম দুই অর্থনীতির রেষারেষির বিরূপ প্রভাব পড়বে সারা বিশ্বে।

ডব্লিউটিও-র ডিরেক্টর জেনারেল এনগোজ়ি ওকোনজ়ো-আইওয়েলা জানিয়েছেন, বিশ্ব বাণিজ্যের ৩% চলে আমেরিকা এবং চীনের মধ্যে। তা ক্ষতিগ্রস্ত হওয়া বিশ্ব অর্থনীতির পক্ষে উদ্বেগের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলি। আজ আমেরিকার শীর্ষ ব্যাংক ফেডারাল রিজ়ার্ভের ১৮-১৯ মার্চের ঋণনীতির কার্যবিবরণী প্রকাশ হয়েছে। ঠিক যখন বিশ্ব অর্থনীতির আকাশে শুল্ক যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। ফেডের আশঙ্কা, মূল্যবৃদ্ধির মাথাচাড়া দিলে এবং কর্মী নিয়োগের হার কমলে তাদের কাজ আরও কঠিন হবে। সে ক্ষেত্রে আগামী দিনে সুদ ছাঁটাই স্থগিত থাকতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, আমেরিকা শুল্ক স্থগিত রাখায় তারাও ৯০ দিনের জন্য সে দেশের পণ্যে আমদানি শুল্ক স্থগিত রাখল। আর চীন চাইছে বাণিজ্যশৃঙ্খলাকে নতুন করে সাজাতে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী লি কিয়াং কথা বলেছেন ইইউ-র প্রেসিডেন্ট ফন ডার লিয়েনের সঙ্গে।