অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের শোচণীয় অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মতো বিনিয়োগকারীদের পাশে দাঁড়াল লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শেয়ারবাজারের চলমান মন্দায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরাসরি রাশেদ মাকসুদের অপসারণ চাইলেও পিনাকী ঘুরিয়ে চেয়েছেন। তিনি বাংলাদেশের শেয়ারবাজারের সিরিয়াস সংষ্কার দরকার বলে জানিয়েছেন।

পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, বাংলাদেশের পুজিবাজারে সিরিয়াস সংষ্কার দরকার। কিছুদিন পরপর বিনিয়োগকারীরা সর্বস্ব হারাবে এইটা চলতে পারেনা। বাংলাদেশের অর্থনীতির দাড়ায়ে থাকার কথা এই ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের শোচণীয় অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মতো বিনিয়োগকারীদের পাশে দাঁড়াল লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শেয়ারবাজারের চলমান মন্দায়বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরাসরি রাশেদ মাকসুদের অপসারণ চাইলেও পিনাকী ঘুরিয়ে চেয়েছেন। তিনি বাংলাদেশের শেয়ারবাজারের সিরিয়াস সংষ্কার দরকার বলে জানিয়েছেন।

পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, বাংলাদেশের পুজিবাজারে সিরিয়াস সংষ্কার দরকার। কিছুদিন পরপর বিনিয়োগকারীরা সর্বস্ব হারাবে এইটা চলতে পারেনা। বাংলাদেশের অর্থনীতির দাড়ায়ে থাকার কথা এই পুজিবাজারের উপরে আর সেই পুজিবাজার হইয়া উঠছে একটা অর্থনৈতিক কৃষ্ণগহ্বর। টাকা ঢুকলে আর ফিরে না।

বিনিয়োগকারীদের জন্য আমার পরামর্শ, নিজে নিজে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েন না। এইটা অতি জটিল একটা মার্কেট। ইনভেস্টমেন্ট এডভাইজরি সার্ভিস নিন। পারলে পোর্টফলিও ম্যানেজারের সাহায্য নিন আপনার বিনিয়োগের সুরক্ষার জন্য।

সরকারের কাছে পরামর্শ দ্রুত বিদেশী এক্সপার্টদের সাহায্য নিন কীভাবে এই পুজিবাজার স্থায়ীভাবে ঠিক করা যায়। যদি চান আমি যোগাযোগ করিয়ে দিতে পারি। এই পুজিবাজার ঠিক না করা গেলে আমাদের অর্থনীতি জয় বাংলা হতে সময় লাগবে না। আর বিনিয়োগকারীরা কিছুদিন পরে পরে তো পথে বসতে পারেনা ভাই। এইটা কতোদিন ধরে চলবে? এটা থামাতে হবে এখুনি।