অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ ব্যাংকের ২০২৪ সালের আর্থিক হিসাব এখনো অনুমোদন পায়নি বাংলাদেশ ব্যাংক থেকে। যে কারনে ব্যাংকগুলোর পর্ষদ লভ্যাংশ সভার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই লিস্টিং রুলস অনুযায়ি, অর্থবছর শেষে হওয়ার পরবর্তী ৪ মাসের মধ্যে লভ্যাংশ সভা করতে হয়। সে হিসেবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছর শেষ ব্যাংকগুলোর জন্য ৩০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশ সভা করার জন্য সময় ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ ব্যাংকের ২০২৪ সালের আর্থিক হিসাব এখনো অনুমোদন পায়নি বাংলাদেশ ব্যাংক থেকে। যে কারনে ব্যাংকগুলোর পর্ষদ লভ্যাংশ সভার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই লিস্টিং রুলস অনুযায়ি, অর্থবছর শেষে হওয়ার পরবর্তী ৪ মাসের মধ্যে লভ্যাংশ সভা করতে হয়। সে হিসেবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছর শেষ ব্যাংকগুলোর জন্য ৩০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশ সভা করার জন্য সময় ছিল।

তবে ব্যাংকগুলোর প্রধান নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক এখনো ১৮টি ব্যাংকের ২০২৪ সালের আর্থিক হিসাব অনুমোদন দেয়নি। যে কারনে ব্যাংকগুলো ৩০ এপ্রিলের মধ্যে লভ্যাংশ সভা করার জন্য তারিখ ঘোষণা সত্ত্বেও তার স্থগিত করেছে।

ব্যাংকগুলো হচ্ছে - এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ও এবি ব্যাংক।