অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারের মূল্যসূচক ৫ হাজারের কাছে অবস্থান করছে। সেটা আবার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন অযোগ্য কমিশনের কারনে আরও নিচের দিকে ধাবিত রয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের শেয়ারবাজারের মূল্যসূচক ৮১ হাজার ছুই ছুই।

সোমবার (০৫ মে) বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ২৯৪.৮৫ পয়েন্ট বেড়ে ৮০,৭৯৩.৮৪-তে থেমেছে। তবে ওইদিনের মধ্যে একটা সময়ে সূচকটি ৫৪৭.০৪ পয়েন্ট বেড়ে ৮১,০৪৯.০৩ অঙ্ক ছুঁয়ে ফেলেছিল। যদিও শেষে শেয়ার বিক্রির চাপে তা ধরে রাখা যায়নি।

ওইদিন বিএসই-তে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারের মূল্যসূচক ৫ হাজারের কাছে অবস্থান করছে। সেটা আবার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন অযোগ্য কমিশনের কারনে আরও নিচের দিকে ধাবিত রয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের শেয়ারবাজারের মূল্যসূচক ৮১ হাজার ছুই ছুই।

সোমবার (০৫ মে) বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ২৯৪.৮৫ পয়েন্ট বেড়ে ৮০,৭৯৩.৮৪-তে থেমেছে। তবে ওইদিনের মধ্যে একটা সময়ে সূচকটি ৫৪৭.০৪ পয়েন্ট বেড়ে ৮১,০৪৯.০৩ অঙ্ক ছুঁয়ে ফেলেছিল। যদিও শেষে শেয়ার বিক্রির চাপে তা ধরে রাখা যায়নি।

ওইদিন বিএসই-তে তালিকাভুক্ত ছোট শেয়ারগুলির সূচক ১.২৩% এবং মাঝারি শেয়ারগুলির সূচক ১.৪৫% বেড়েছে। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার ধারাবাহিক উন্নতিও অব্যাহত। ১ ডলারের দাম ২৭ পয়সা কমে হয়েছে ৮৪.৩০ টাকা।

আরও পড়ুন....

৬১ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিতে ১৪ কোটির গরমিল হিসাব

ভারতের বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলছেন, ‘‘আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় আশার ইঙ্গিত পাচ্ছেন বিনিয়োগকারীরা। আমেরিকা এবং চীনও নিজেদের মধ্যে বোঝাপড়ায় আসতে পারবে বলে তাঁদের আশা। তাছাড়া বিভিন্ন রিপোর্ট বলছে, এ বছর বারতের রিজ়ার্ভ ব্যাঙ্ক অনেকটা সুদ কমাতে পারে। যা শিল্পের পুঁজি সংগ্রহের খরচ কমাবে। বাড়াবে সাধারণ ক্রেতাদের খরচের ক্ষমতা। এই সমস্ত কারণেই সূচক ঊর্ধ্বমুখী।’’

তবে আশিসের সতর্কবার্তা, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা বাড়লে বাজারে তার বিরূপ প্রভাব পড়বে। সে ক্ষেত্রে কিছুটা সংশোধনও হতে পারে।