বৈঠকে বিনিয়োগকারীদের আশা পূরণ হয়নি : প্রত্যাশিত উত্থানও নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রধান উপদেষ্টার নেতৃত্বে রবিবার (১১ মে) পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক হলেও তাতে বিনিয়োগকারীদের আশা পূরণ হয়নি। ফলে সোমবার (১২ মে) শেয়ারবাজারে প্রত্যাশিত উত্থানও হয়নি।
সোমবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯২২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০০ পয়েন্ট।
সোমবার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রধান উপদেষ্টার নেতৃত্বে রবিবার (১১ মে) পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক হলেও তাতে বিনিয়োগকারীদের আশা পূরণ হয়নি। ফলে সোমবার (১২ মে) শেয়ারবাজারে প্রত্যাশিত উত্থানও হয়নি।
সোমবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯২২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০০ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৩৬৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৬ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১ কোটি ৯৬ লাখ টাকার বা ১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৯ টি বা ৪৭.৮৫ শতাংশের। আর দর কমেছে ১৬০টি বা ৪০.৫১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৬৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০ টির, কমেছে ৭৯ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭২১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট বেড়েছিল।