শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শনিবার (১৭মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮২০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৫ পয়েন্ট।
শনিবার ডিএসইতে ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৯৮ লাখ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শনিবার (১৭মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮২০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৫ পয়েন্ট।
শনিবার ডিএসইতে ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৯৮ লাখ টাকার বা ১১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৭ টি বা ৬৯.৬৪ শতাংশের। আর দর কমেছে ৭৯ টি বা ১৯.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০ টি বা ১০.১০ শতাংশের।
অপরদিকে সিএসইতে শনিবার ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৫৭ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৮২পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমেছিল।