কমোডিটি মার্কেট চালুর অনুমোদন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে কমোডিটি মার্কেট চালুল প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। মঙ্গলবার (২৭ মে) ৯৫৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রস্তাবিত Commodity Derivatives Regulations, 2025” প্রবিধানমালাটি অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের ফলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি মার্কেট অপারেশন চালু করতে পারবে। ফলশ্রুতিতে দেশের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে কমোডিটি মার্কেট চালুল প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। মঙ্গলবার (২৭ মে) ৯৫৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রস্তাবিত Commodity Derivatives Regulations, 2025” প্রবিধানমালাটি অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের ফলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি মার্কেট অপারেশন চালু করতে পারবে। ফলশ্রুতিতে দেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভ পণ্য লেনদেন শুরু হবে বলে আশা করা যায়। যা পুঁজিবাজারের বৈচিত্রায়নকে অধিকতর ত্বরান্বিত করবে। কমোডিটি মার্কেট অপারেশন চালুর মাধ্যমে দেশের পুঁজিবাজার ডেরিভেটিভ পণ্যের যুগে প্রবেশ করতে যাচ্ছে। যা নিঃসন্দেহে দেশের পুঁজিবাজারের জন্য একটি অনন্য মাইলফলক।