অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যসব হোটেলগুলো মুনাফা করলেও নিয়মিত লোকসান করে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বিডি সার্ভিসেস)। যে কোম্পানিটির নিয়মিত লোকসানের কারনে পরিশোধিত মূলধনের প্রায় ৭ গুণের বেশি পূঞ্জীভত লোকসান হয়ে গেছে।

দেখা গেছে, পাঁচতারকা মানের এ হোটেলটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৬৩ টাকা। এতে করে কোম্পানিটির ৯ মাসে মোট লোকসান হয়েছে ৭৪ কোটি ৬১ লাখ টাকা।

এ কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যসব হোটেলগুলো মুনাফা করলেও নিয়মিত লোকসান করে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বিডি সার্ভিসেস)। যে কোম্পানিটির নিয়মিত লোকসানের কারনে পরিশোধিত মূলধনের প্রায় ৭ গুণের বেশি পূঞ্জীভত লোকসান হয়ে গেছে।

দেখা গেছে, পাঁচতারকা মানের এ হোটেলটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৬৩ টাকা। এতে করে কোম্পানিটির ৯ মাসে মোট লোকসান হয়েছে ৭৪ কোটি ৬১ লাখ টাকা।

এ কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ ছিল ৬৫০ কোটি ৭১ লাখ টাকা। যার পরিমাণ চলতি অর্থবছরের ৯ মাসের লোকসান শেষে বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ কোটি ৩২ লাখে।

হোটেলটির বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে অনেক আগেই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। এরমধ্যে ০.৩২ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (সরকার ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। শনিবার (৩১ মে) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫.২০ টাকায়।