আইপিএলে যার ব্যাটিং দেখে মুগ্ধ ডি ভিলিয়ার্স
 
			খেলাধূলা ডেস্ক : আইপিএলে প্রতিপক্ষকে কখনো ২০০-এর বেশি টার্গেট দিয়ে ম্যাচ হারতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে। ২০২৫ আইপিএলের কোয়ালিফায়ার-২ এর ম্যাচেও মুম্বাই পেয়েছিল ২০৩ রানের সংগ্রহ। স্বাভাবিক বিবেচনাতেই হার্দিক পান্ডিয়ার দলকে ভাবা হচ্ছিল ফেভারিট। তবে এদিন ভিন্ন কিছু করার তাগিদেই ক্রিজে নেমেছিলেন প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।
খেললেন ৪৭ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। ১১ বছর পর পাঞ্জাবকে নিয়ে গেলেন ফাইনালে। সেইসঙ্গে নিজেও করলেন রেকর্ড। আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ...
খেলাধূলা ডেস্ক : আইপিএলে প্রতিপক্ষকে কখনো ২০০-এর বেশি টার্গেট দিয়ে ম্যাচ হারতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে। ২০২৫ আইপিএলের কোয়ালিফায়ার-২ এর ম্যাচেও মুম্বাই পেয়েছিল ২০৩ রানের সংগ্রহ। স্বাভাবিক বিবেচনাতেই হার্দিক পান্ডিয়ার দলকে ভাবা হচ্ছিল ফেভারিট। তবে এদিন ভিন্ন কিছু করার তাগিদেই ক্রিজে নেমেছিলেন প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।
খেললেন ৪৭ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। ১১ বছর পর পাঞ্জাবকে নিয়ে গেলেন ফাইনালে। সেইসঙ্গে নিজেও করলেন রেকর্ড। আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৩টি ভিন্ন ভিন্ন দল নিয়ে ফাইনালে যাচ্ছেন শ্রেয়াশ আইয়ার।
পুরো ইনিংসটাই ছিল বাঁধাই করিয়ে রাখার মতো। তবে ইন্টারনেট পাড়ায় আলাদা করে নজর কেড়েছে বুমরাহর ইয়র্কার থেকে আদায় করে নেয়া চার। ৩ ওভারে দরকার ছিল ৩১ রান। সেইসময়েই বুমরাহর দারুণ এক ইয়র্কার। কিন্তু দারুণ রিফ্লেক্সে ব্যাট নামিয়ে আনেন। থার্ডম্যান দিয়ে সেটাই হয়ে যায় চার। আর এই শটকেই এবারের আইপিএলের সেরা শট বলে স্বীকৃতি দিলেন সাউথ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স।
এবি ডি ভিলিয়ার্স জিওসিনেমায় এই শট সম্পর্কে বলছিলেন, “এটাই আইপিএলের সেরা শট আমার মতে। বলটা স্টাম্পেই আঘাত করতো– নিখুঁত একটা ইয়র্কার। এ ধরনের বল সাধারণত পায়ের আঙুল ভেঙে দেয়ার সামর্থ্য রাখে। আমি খেললে স্টাম্প উড়ে যেত নিশ্চিত। অথচ ও চার মারল সেই বল থেকে। ও ওখানেই মুম্বাই এবং বিশ্বের সেরা বোলার (বুমরাহ) উপর চাপ ফেলে দিল। অবিশ্বাস্য ব্যাটিং– শক্তি আর দক্ষতার মিশেল। কী অসাধারণ এক খেলোয়াড়!”
এরপরেই ডি ভিলিয়ার্স বলেন, “আমি জানি না কোথা থেকে প্রশংসা শুরু করব। আমি শ্রেয়াশের বিশাল ভক্ত, কিন্তু আজকের ইনিংস? সেটা একেবারেই ভিনগ্রহের! যা প্রশংসা ও পাচ্ছে, সেটা ওর প্রাপ্য।
তবে এমন ইনিংসের পরেও পা মাটিতেই রাখছেন আইয়ার। পাঞ্জাব কিংসকে আইপিএলের ফাইনালে তুলে অধিনায়ক বলছেন, “কাজ এখনও অর্ধেক বাকি। আপাতত এই মুহূর্ত উপভোগ করছি। কিন্তু এরপরই সবচেয়ে বড় ম্যাচ। সে দিকেই নজর রয়েছে।”
