অর্থ বাণিজ্য ডেস্ক : ইরান-ইসরায়েল সংঘাতে ফের অশান্ত পশ্চিম এশিয়া। ভারতীয় শেয়ারবাজারের উপরে পড়েছে তার প্রভাব। যাতে শুক্রবার (১৩ জুন) হু-হু করে নেমে যায় সূচক। ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। তবে এই পরিস্থিতিতে প্রতিরক্ষা স্টকগুলোর ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তি পেয়েছেন বিনিয়োগকারীরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি বজায় থাকলে এই শেয়ারগুলির দর আরও বাড়তে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের একাংশের।

এই দিন বাজার বন্ধ হলে দেখা যায় প্রায় ৯৪ টাকা বেড়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ...

অর্থ বাণিজ্য ডেস্ক : ইরান-ইসরায়েল সংঘাতে ফের অশান্ত পশ্চিম এশিয়া। ভারতীয় শেয়ারবাজারের উপরে পড়েছে তার প্রভাব। যাতে শুক্রবার (১৩ জুন) হু-হু করে নেমে যায় সূচক। ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। তবে এই পরিস্থিতিতে প্রতিরক্ষা স্টকগুলোর ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তি পেয়েছেন বিনিয়োগকারীরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি বজায় থাকলে এই শেয়ারগুলির দর আরও বাড়তে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের একাংশের।

এই দিন বাজার বন্ধ হলে দেখা যায় প্রায় ৯৪ টাকা বেড়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের শেয়ারের দর। শতাংশের নিরিখে যেটা ৩.১৫। বর্তমানে রণতরী নির্মাণকারী সংস্থাটির স্টকের দাম ৩,০৭২ টাকায় ঘোরাফেরা করছে। জ়েন টেকনোলজিস লিমিটেডের শেয়ারে আবার ৮৩ টাকার বৃদ্ধি হয়েছে। ফলে ৪.৩৬ শতাংশ বেড়ে এই সংস্থাটির স্টকের মূল্য ১,৯৮৭ টাকায় পৌঁছে গেছে।

সপ্তাহের শেষ লেনদেনের দিনে বৃদ্ধি পেয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার। ২.১৩ শতাংশ বেড়ে ২,১৭৪ টাকায় দাঁড়িয়েছে যুদ্ধজাহাজ নির্মাণকারী কোম্পানিটির স্টকের দাম। এর দর প্রায় ৪৬ টাকা বেড়েছে বলে জানা গেছে। একই চিত্র দেখা গিয়েছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস, ডিসিএক্স ইন্ডিয়া, ভারত ডায়ানমিক্স লিমিটেড এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের শেয়ারের ক্ষেত্রেও।

শুক্রবার পারসের স্টকের দামে ৩ শতাংশের বৃদ্ধি লক্ষ করা গেছে। প্রায় ৪৭ টাকা বেড়ে বর্তমানে এই শেয়ারের লেনদেন চলছে ১,৬২৭ টাকায়। পাশাপাশি, ডিসিএক্স ইন্ডিয়ার স্টকের দাম ২.০৬ শতাংশ, ভারত ডায়ানমিক্সের ১.৫৫ শতাংশ এবং হ্যালের শেয়ারে ১.৫৯ শতাংশের বৃদ্ধি পেয়েছে। এই দিন যুদ্ধবিমান নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারের দাম প্রায় ৮০ টাকা বেড়ে ৫,০৩৫ টাকায় পৌঁছে গিয়েছে।

এ ছাড়া ২ শতাংশ বেড়ে ভারত ইলেকট্রনিক্সের শেয়ারের দাম ৩৯৬ টাকা এবং ১৯৩ টাকা বেড়ে সোলার ইন্ডাস্ট্রিজ় ইন্ডিয়া লিমিটেডের স্টকের লেনদেন চলছে ১৬ হাজার ৮৪৫ টাকায়। প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে একমাত্র নিম্নমুখী রয়েছে মাজ়গাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের শেয়ারের সূচক। এতে ০.১২ শতাংশের পতন দেখা গিয়েছে। যুদ্ধজাহাজ নির্মাণকারী কোম্পানির স্টক দাঁড়িয়ে আছে ৩,২০৭ টাকায়।