শাস্তি পেতে যাচ্ছে শেয়ারবাজারের ১২ ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় মুনাফা সত্ত্বেও কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরো মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে ব্যাংকগুলোকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
ব্যাংকগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, রূপালি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউসিবি, এনআরবি ব্যাংক ও এনআরবিসি ব্যাংক।
সম্প্রতি এই ১২ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় মুনাফা সত্ত্বেও কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরো মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে ব্যাংকগুলোকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
ব্যাংকগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, রূপালি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউসিবি, এনআরবি ব্যাংক ও এনআরবিসি ব্যাংক।
সম্প্রতি এই ১২ ব্যাংকের পর্ষদ মুনাফা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের বাধায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।
১২ ব্যাংকের ২০২৪ সালে ৬১৪ কোটি ৫২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে ব্যাংকগুলোর পর্ষদ কোন লভ্যাংশ ঘোষনা করেনি। পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।
মুনাফার পুরোটা রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোকে ৬১৪ কোটি ৫২ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৬১ কোটি ৪৫ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি ব্যাংককে তাদের নিজস্ব মুনাফার উপর ১০ শতাংশ হারে এই অতিরিক্ত কর দিতে হবে।
নিম্নে ব্যাংকগুলোর ২০২৪ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ও নিট মুনাফার তথ্য তুলে ধরা হল-
ব্যাংকের নাম |
ইপিএস (টাকা) |
নিট মুনাফা (কোটি টাকা) |
ওয়ান ব্যাংক |
১.২৪ |
১৩৭.২২ |
প্রিমিয়ার ব্যাংক |
১.০৯ |
১৩৪.৪৪ |
স্ট্যান্ডার্ড ব্যাংক |
০.৭৪ |
৮২.৫৭ |
আল-আরাফাহ |
০.৬৬ |
৭৬.০১ |
মার্কেন্টাইল ব্যাংক |
০.৫৮ |
৬৪.১৮ |
সাউথইস্ট ব্যাংক |
০.৩২ |
৪২.৮০ |
এক্সিম ব্যাংক |
০.১৮ |
৩৩.৩৯ |
রূপালি ব্যাংক |
০.২৩ |
১১.২২ |
এসবিএসি ব্যাংক |
০.১৩ |
১০.৭১ |
ইউসিবি |
০.০৫ |
৭.৭৫ |
এনআরবি ব্যাংক |
০.১১ |
৭.৬০ |
এনআরবিসি ব্যাংক |
০.০৮ |
৬.৬৩ |
মোট-১২ ব্যাংক |
. |
৬১৪.৫২ |