অর্থ বাণিজ্য প্রতিবেদক : আমেরিকার বি-২ স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি - এর ওজন ১৩ হাজার কেজি) বোমা ফেলা হয়েছে। তবে ওই বোমার আঘাত লেগেছে বাংলাদেশের শেয়ারবাজারে। যাতে রবিবার (২৩ জুন) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরানে আমেরিকার বোমা ফেলার ঘটনায় দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের কারণেই লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আমেরিকার বি-২ স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি - এর ওজন ১৩ হাজার কেজি) বোমা ফেলা হয়েছে। তবে ওই বোমার আঘাত লেগেছে বাংলাদেশের শেয়ারবাজারে। যাতে রবিবার (২৩ জুন) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরানে আমেরিকার বোমা ফেলার ঘটনায় দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের কারণেই লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা গেছে। যা সারাদিন অব্যাহত ছিল।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৭৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৫ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৩০ লাখ টাকার বা ১১ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬ টি বা ৪.০৩ শতাংশের। আর দর কমেছে ৩৬৫ টি বা ৯১.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬ টি বা ৪.০৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৩ টির, কমেছে ১৫৯ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৯৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়েছিল।