অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স থেকে দূর্বল ব্যাংকে এফডিআর করা ২ কোটি ৬৬ লাখ টাকা আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। যেসব ব্যাংক আর্থিক সংকটে রয়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, নিরীক্ষায় কোম্পানিটির ২০২৪ সালের লেজার বুকের শুরু এবং শেষের হিসাবে অসঙ্গতি পাওয়া গেছে। অথচ কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ১৮১ অনুযায়ি সব কোম্পানির সঠিক হিসাব বহি রাখা দরকার, যেনো ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স থেকে দূর্বল ব্যাংকে এফডিআর করা ২ কোটি ৬৬ লাখ টাকা আদায় নিয়ে উচ্চ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। যেসব ব্যাংক আর্থিক সংকটে রয়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, নিরীক্ষায় কোম্পানিটির ২০২৪ সালের লেজার বুকের শুরু এবং শেষের হিসাবে অসঙ্গতি পাওয়া গেছে। অথচ কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ১৮১ অনুযায়ি সব কোম্পানির সঠিক হিসাব বহি রাখা দরকার, যেনো কোম্পানি সর্ম্পক্যে সবাই সঠিক ও সত্য চিত্র দেখতে পায়।

এ কোম্পানিটিতে ১২ কোটি ৪৯ কোটি টাকার পরিবর্তে ৫ কোটি ২৬ লাখ টাকার গ্রাচ্যুইটি ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যে কোম্পানিটিতে অ্যাকচ্যুয়ারি দিয়ে গ্রাচ্যুইটি মূল্যায়ন করা হয়নি।

বীমা আইন ২০১০ এর ধারা ৭২ অনুযায়ি, বীমা দাবির ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। কিন্তু এ কোম্পানিটিতে তা করা হয়নি। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ৩০ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফনিক্স ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ৩৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৮৩ শতাংশ। কোম্পানিটির সোমবার (২৩ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৮০ টাকায়।